রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শৈলকুপা হাসপাতালের সেবা পরিদর্শনে ইউএনও 

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

শৈলকুপা হাসপাতালের সেবা পরিদর্শনে ইউএনও 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম। 

এ সময় তিনি হাসপাতালের আউটডোর সেবা ও ইনডোর সেবা পরিদর্শন করেন এবং ভর্তির রোগীদের সাথে কুশলাদি বিনিময় করেন ও খোঁজখবর নেন, সেই সাথে তিনি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মাহফুজা খাতুন। 

ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার, ডা. আরিফুর রহমান। হেলথ ইন্সপেক্টর, দেলোয়ার হোসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম জানান হাসপাতালের স্বাস্থ্যসেবা সন্তোষজনক এবং নতুন ভবনের কাজের অগ্রগতিও বেশ ভালো এগিয়েছে।

টিএইচ